শুক্রবার (১০ অক্টোবর) টুর্নামেন্টের ১১তম ম্যাচে ভারতের গৌহাটিতে দুর্দান্ত বোলিং করেছেন রাবেয়া খান। ১০ ওভারে ১ মেডেন, ৩০ রানের বিনিময়ে শিকার করেছেন ৩টি উইকেট। অন্যদিকে নাহিদা আক্তারও কম রান দিয়েছেন। ১০ ওভারে ৩৬ রানে শিকার করেছেন একটি উইকেট। উইমেন ব্ল্যাক ক্যাপসদের ৯টি উইকেট শিকারের পথে রাবেয়া ৩টি ও নাহিদা একটি ছাড়াও আরও উইকেটের দেখা পেয়েছেন মারুফা, নিশিতা নিশি ও ফাহিমা খাতুন। নিউজিল্যান্ডের হয়ে সোফিয়া ডিভাইন ও ব্রুক হ্যালিডে জোড়া ফিফটির দেখা পেয়েছেন। ৮৫ বলে ৬৩ রান করেন ডিভাইন আর ১০৪ বলে ৬৯ রান করেন হ্যালিডে। ৩৮...