বাংলাদেশের জন্য আসছে এক বড় দুঃসংবাদ, বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনকে ঘিরে। সংস্থাটি তাদের নয়টি শান্তিরক্ষা মিশন থেকে ২৫ শতাংশ সেনা ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারানোর ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। ৮ অক্টোবর একাধিক শীর্ষ কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। জাতিসংঘের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্য নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে অনেক বেসামরিক কর্মীর চাকরিও হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। ১৯৪৮ সালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয় এবং বাংলাদেশ ১৯৮৮ সালে এই মিশনে যোগ দেয়। প্রথম দফায় ইরান–ইরাক সামরিক পর্যবেক্ষক মিশনে ১৫ জন সদস্য প্রেরণ করেছিল বাংলাদেশ। এরপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। বর্তমানে ১০টি দেশে মোট ৫,৮১৮...