অস্ট্রিয়ার বিজ্ঞানীরা এমন এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের চলাচলে নতুন দিগন্ত খুলে দিতে পারে। টেক-ইনোভেশন (Tec-Innovation) এবং গ্রাজ ইউনিভার্সিটি অব টেকনোলজি (Graz University of Technology)-এর গবেষকরা একসঙ্গে তৈরি করেছেন বিশেষ ধরনের ‘স্মার্ট জুতা’, যা ব্যবহারকারীর সামনে থাকা বাধা শনাক্ত করতে পারে এবং তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠায়। এই স্মার্ট জুতাগুলোতে আল্ট্রাসোনিক সেন্সর ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ চার মিটার (প্রায় ১৩ ফুট) দূর পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা সনাক্ত করতে সক্ষম। যখনই কোনো বাধা সামনে আসে, জুতাটি ভাইব্রেশন (কম্পন), অডিও সিগন্যাল (শব্দ সংকেত) বা এলইডি আলো দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করে দেয়। বিশেষ করে রাতে হাঁটার সময় এই আলো অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে। গবেষকরা জানিয়েছেন, এই জুতার ফিডব্যাক সিস্টেমটি অত্যন্ত স্বচ্ছন্দ ও ব্যবহারবান্ধব, যা ব্যবহারকারীকে আশপাশের দূরত্ব, দিকনির্দেশনা এবং নড়াচড়া করা বস্তুর...