পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে একটি নতুন ইসলামিক ব্যাংক গঠনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকটির জন্য সরকার ২০ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা দেবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। একীভূতকরণের পর ব্যাংকগুলোর কর্মীদের চাকরির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিলেও কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কর্মীকে চাকরিচ্যুত করা হবে না। একই সঙ্গে গ্রাহকদের আমানতের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক গঠিত হবে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, দুর্বল পাঁচটি ইসলামিক ব্যাংককে একত্র করে একটি নতুন ব্যাংক গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরকার ২০ হাজার...