কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের ২১ ঘণ্টা পর আয়েশা সিদ্দিকা এলি মণি (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আরো পড়ুন:কক্সবাজারে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধারসম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের লাশ দাফনে বাধা সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের লাশ দাফনে বাধা নিহত আয়েশা সিদ্দিকা ওই এলাকার মনছুর আলমের মেয়ে। সে দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহতের স্বজন হাসান উল্লাহ বলেন, ‘‘বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এলি মণিসহ কয়েকজন শিশু নদীতে গোসলে নামে। একপর্যায়ে এলি মণি পানির স্রোতে ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।...