গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিচুক্তি অংশ হিসেবে ইসরায়েল সরকার ২৫০ জন ফিলিস্তিনি নিরাপত্তাবন্দীর একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। মার্কিন-সমর্থিত এই চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পরদিন সকালে বিচার মন্ত্রণালয় তালিকাটি জনসমক্ষে প্রকাশ করে। এর মূল লক্ষ্য হলো গাজায় আটক অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনা এবং চলমান যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি টানা। প্রকাশিত তালিকা অনুযায়ী, ২৫০ জন বন্দীর মধ্যে ১৫ জনকে পূর্বজেরুজালেম এবং ১০০ জনকে পশ্চিম তীরে মুক্তি দেওয়া হবে। বাকি ১৩৫ জনকে বিদেশে নির্বাসনে পাঠানো হবে। আলোচনার শেষ মুহূর্তেতালিকায় কিছুপরিবর্তন আনা হয়, যেখানে ফাতাহ-সমর্থিত ১১ জন বন্দীর বদলে হামাস-সমর্থিত বন্দীদের অন্তর্ভুক্ত করতে সম্মত হন আলোচকরা। তবে, হামাসের পক্ষ থেকে দ্বিতীয় ইন্তিফাদার সময়কার মারাত্মক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ফাতাহ নেতা মারওয়ান বারগুতির মুক্তির দাবি জানানো হলেও, প্রকাশিত তালিকায় তার নাম অন্তর্ভুক্ত...