নিজস্ব প্রতিবেদক : বিশ্ব শান্তিতে অবদানের দাবি করে একাধিকবার নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার না পেয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিউং এক্স (টুইটার)-এ লিখেছেন,“ট্রাম্প একজন প্রকৃত মানবতাবাদী। তার মতো ইচ্ছাশক্তিসম্পন্ন মানুষ খুব কমই আছে—যিনি একাই পাহাড় সরিয়ে দিতে পারেন।” তিনি অভিযোগ করেন, “নোবেল কমিটি রাজনীতিকে শান্তির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।” ট্রাম্প দাবি করেন, প্রথম ও দ্বিতীয় মেয়াদে তিনি বিশ্বের অন্তত ৮টি বড় সংঘাত নিরসনে ভূমিকা রেখেছেন, যার মধ্যে রয়েছে গাজা যুদ্ধ। তবে বিশ্লেষকরা বলছেন, এসব ক্ষেত্রে তার ভূমিকা ছিল মূলত সাময়িক যুদ্ধবিরতি বা অস্থায়ী সমঝোতা পর্যন্ত সীমাবদ্ধ।ভারত–পাকিস্তান উত্তেজনা কমানোর কৃতিত্ব ট্রাম্প নিলেও, নয়াদিল্লি তা সরাসরি নাকচ করে। মিশর ও ইথিওপিয়ার মধ্যে জিইআরডি বাঁধ...