নোবেল শান্তি পুরস্কার জয়ের খবরে ‘আমি স্তব্ধ!’ — এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) পুরস্কার ঘোষণার পরপরই এএফপি (AFP) সংবাদ সংস্থাকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, মাচাদো তার রাজনৈতিক সহযোদ্ধা এদমুন্দো গনজালেস-কে ফোনে বলছেন, ‘আমি স্তব্ধ!’ ভিডিওতে গনজালেস বলেন, ‘আমরাও আনন্দে স্তব্ধ হয়ে গেছি!’ তখন মাচাদো আবার বলেন, ‘সত্যিই কী! আমি বিশ্বাসই করতে পারছি না।’ মারিয়া কোরিনা মাচাদো বর্তমানে ভেনেজুয়েলায় গোপনে অবস্থান করছেন। আর এদমুন্দো গনজালেস প্রায় এক বছর ধরে নির্বাসনে আছেন। পুরস্কার ঘোষণার পর সেই আবেগঘন ভিডিওটি গনজালেসের এক্স (সাবেক...