চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রোদ-বৃষ্টি কিংবা কোনো প্রতিকূলতাই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করেছে, ডামি প্রার্থী দিয়ে ভোট ডাকাতি করেছে। এবার সেই সুযোগ নেই জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, আর তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তানভীর হুদা আরও বলেন, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসার দল। মা-বোনদের...