হজযাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজ নিবন্ধন করা যাবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত শর্ত শিথিল করে নতুন নির্দেশনা জারি করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০২৬ সালের হজে গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, নিবন্ধনের সময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণ করা হলেও, ভিসা ইস্যুর আগে হজযাত্রী বা সংশ্লিষ্ট হজ এজেন্সিকে অবশ্যই নবায়নকৃত পাসপোর্টের তথ্য সিস্টেমে হালনাগাদ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা ইস্যু করা সম্ভব হবে না। হজে অংশ নিতে সৌদি আরবে যাওয়ার জন্য সাধারণত পাসপোর্টের অন্তত ছয় মাস মেয়াদ থাকা বাধ্যতামূলক। এতদিন নিবন্ধনের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য ছিল। তবে এবার সেই শর্ত শিথিল...