মোয়াই নামে পরিচিত শতাব্দীর পর শতাব্দী ধরে ইস্টার দ্বীপের বিশাল পাথরের বিভিন্ন মূর্তি মানবজাতির মনে এক অনির্বচনীয় বিস্ময় ও রহস্যের অনুভূতি জাগিয়ে তুলেছে। কিন্তু ‘রাপা নুই’ দ্বীপের প্রাচীন মানুষেরা চাকা বা আধুনিক যন্ত্রপাতি ছাড়া কীভাবে এত বিশাল পাথরের মূর্তি, যেগুলোর কিছু ওজন প্রায় ৮০ টন পর্যন্ত তা কঠিন ও রুক্ষ ভূখণ্ডের ওপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পেরেছিলেন? অবশেষে এই রহস্যের উত্তর খুঁজে পাওয়ার দাবি করেছেন ‘বিংহ্যামটন ইউনিভার্সিটি’র নৃতত্ত্ববিদ কার্ল লিপো ও ‘ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা’র প্রত্নতত্ত্ববিদ টেরি হান্ট’সহ গবেষকদের একটি দল। পদার্থবিজ্ঞান, থ্রিডি কম্পিউটার মডেলিং ও বাস্তব পরীক্ষার মাধ্যমে গবেষকরা নিশ্চিত করেছেন যে, এসব মূর্তিকে টেনে বা শুয়ে গড়িয়ে নেওয়া হয়নি, বরং রাপা নুইয়ের মানুষেরা দড়ি ব্যবহার করে এগুলোকে সোজা অবস্থায় ‘হাঁটানোর’ মতো করে সরাতেন। বিশেষ ধরনের রাস্তা...