কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্মাতা ওপেনএআই তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির একটি সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান ‘চ্যাটজিপিটি গো’ বাংলাদেশসহ এশিয়ার আরও ১৬টি দেশে চালু করেছে। বৃহস্পতিবার এক ঘোষণায় চ্যাটজিপিটির প্রধান নিক টার্লে এ কথা জানিয়েছেন। টার্লের বক্তব্য অনুযায়ী, "চ্যাটজিপিটিকে আরও সাশ্রয়ী করে তোলাই ব্যবহারকারীদের মূল চাওয়া" ছিল। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কোম্পানির সর্বশেষ মডেল ‘জিপিটি-৫’ কে আরও বেশি মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া। এশিয়ার ১৮টি দেশে সেবা চালুওপেনএআই শুরুতে কেবল ভারত ও ইন্দোনেশিয়ায় চ্যাটজিপিটি গো চালু করেছিল। বর্তমানে ওপেনএআইয়ের সবচেয়ে সাশ্রয়ী এই প্ল্যানটি এশিয়ার মোট ১৮টি দেশে ব্যবহার করা যাবে। বাংলাদেশ ছাড়াও এসব দেশের মধ্যে রয়েছে: ভূটান, ব্রুনাই দারুসসালাম, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পূর্ব তিমোর, আফগানিস্তান ও ভিয়েতনাম। ‘চ্যাটজিপিটি গো’-এর সুবিধা ও মূল্যওপেনএআই...