শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয় শহিদুল আলমের মুক্তির খবর। পরে তিনি তুরস্কের বাংলাদেশ দূতাবাসে আসেন। সেখানে তাকে পেয়ে আপ্লুত হয়ে ওঠেন উপস্থিত সবাই। কেউ কেউ তাকবীর-আল্লাহু আকবর স্লোগান দেন। শহিদুল আলমকে জড়িয়ে ধরেন কেউ কেউ। খুফিয়া মাথায় জড়ানো শহিদুল আলমের হাতে ছিল লাল-সবুজের পতাকা। তিনি মুক্তি পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে শুক্রবার বিকেলে প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলমসহ অন্য যাত্রীদের নিয়ে ইসরায়েল থেকে একটি ফ্লাইট যাত্রা করে।...