হংকংয়ের বিপক্ষে রূপকথা লেখার দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েও লড়াইয়ের মানসিকতা বজায় রাখেন হামজা-শমিতরা। শেষ দিকে রীতিমতো নাচিয়ে তোলেন হংকংয়ের রক্ষণভাগকে। সেখান থেকে শেষ মিনিটে গোল হজম করে ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। শমিত সোমের গোলে যখন ৩-৩ সমতা, তখন জাতীয় স্টেডিয়ামে গ্যালারি ফেটে পড়ছিল উল্লাসে। পরের মিনিটেই পিনপতন নিরবতা। এত কাছে গিয়েও হৃদয় ভাঙার কষ্টে হতবিহ্বল দর্শক। সবার মতো কষ্ট ছুঁয়েছে তামিম ইকবালকেও। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের হৃদয় ভেঙেছে বাকিদের মতো। তবু, ইতিবাচক দিক দেখছেন তিনি। আজ শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাচ নিয়ে নিজের অনুভূতি জানান তামিম। তামিম বলেন, ‘আসলে এটা দুঃখজনক। আমার কাছে হার্টব্রেকিং। যারা মাঠে ছিল বা...