আগের ম্যাচে ভালো শুরুর পর টিকতে না পারা ইয়াশাসভি জয়সওয়াল এবার নিজেকে মেলে ধরলেন। চমৎকার ব্যাটিংয়ে দেড়শ ছোঁয়া ইনিংস খেলে অপরাজিত থেকে শেষ করলেন দিন। অল্পের জন্য সেঞ্চুরির স্বাদ পেলেন না সাই সুদার্শান। তাদের ব্যাটে বড় সংগ্রহের শক্ত ভিত পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম দিন কেবল ২ উইকেট হারিয়েছে ভারত। ৩১৮ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শেষ করেছে তারা। অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন সব আলো কেড়ে নেন জয়সওয়াল। ভারতীয় ওপেনারের ২৫৩ বল স্থায়ী ১৭৩ রানের ইনিংসটি সাজানো ২২ চারে। আহমেদাবাদে ইনিংসে ব্যবধানে জেতা প্রথম টেস্টে ৩৬ রান করেছিলেন তিনি। টেস্টে এটি জয়সওয়ালের সপ্তম সেঞ্চুরি। যার মধ্যে পাঁচবারই দেড়শ ছুঁলেন বাঁহাতি ব্যাটসম্যান। নামের পাশে ডাবল সেঞ্চুরি আছে দুটি, ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ ও অপরাজিত ২১৪। আরেকটি দ্বিশতকের হাতছানি তার...