আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে কাবুলের ‘সার্বভৌম ভূখণ্ড’ লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা এই ঘটনাকে ‘অভূতপূর্ব, সহিংস এবং উসকানিমূলক কাজ’ হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার গভীর রাতে কাবুলে পরপর দুটি উচ্চ শব্দে বিস্ফোরণের ঘটনার পরই এই অভিযোগ আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। শুক্রবার তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান আফগানিস্তানের দক্ষিণ-পূর্বের সীমান্ত প্রদেশ পাটিকায় একটি বেসামরিক বাজারেও বোমা হামলা চালিয়েছে। সেখানকার স্থানীয়রা বিবিসির আফগান সার্ভিসকে জানিয়েছেন, বোমায় বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়েছে। পাকিস্তান এখনো আফগানিস্তানের অভ্যন্তরে হামলার কথা নিশ্চিত বা...