ঢাকা:দেশের সাধারণ মানুষের ভরসা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রতিদিন হাজারো রোগীকে চিকিৎসা সেবা দিচ্ছে। সীমিত সম্পদেও হাসপাতালটি কখনও কোনো রোগী ফিরিয়ে দেয় না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের নেতৃত্বে সাম্প্রতিক সময়ে ঢামেকে রোগীসেবা বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শুক্রবার (১০ অক্টোবর) ঢামেকের উপপরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. আশরাফুল আলম বলেন, ‘চব্বিশের আন্দোলনের সময় সীমিত সম্পদেও ঢাকা মেডিকেল সেরা সেবাটি দিতে পেরেছিল। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা মিলে আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন। ’ তিনি জানান, আহত জুলাইযোদ্ধাদের জন্য আগস্টের পর ঢামেকে বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়, যেখানে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় মানসম্পন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের ফলোআপ চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ বুথ, যাতে দ্রুত বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করা যায়। আগস্টের পর ঢামেকের অবকাঠামোতেও...