১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়নের মহেশপুর বাজার সংলগ্ন রেল লাইনে চট্টগ্রামগামী চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল সালাম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহত ছালামের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার চন্দ্রতলা গ্রামে। তিনি ওই গ্রামের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলার আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি লোকটির দেহ তিন খন্ড হয়ে রেলপথে পড়ে আছে। পরে আমরা কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশকে বিষয়টি অবগত করি। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর এলাকায় বোন সাহেরা খাতুনের বাড়িতে এসেছিলেন ছালাম। তার আগে একই দিন সকালে...