পরিবারে সচ্ছলতা ফেরাতে রাশিয়া যান অবসরপ্রাপ্ত সেনাসদস্য নজরুল ইসলাম (৪৭)। তবে ভাগ্য সহায় হয়নি। ইচ্ছার বিরুদ্ধে সামরিক প্রশিক্ষণ শেষে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে হয় তাকে। পরে নিহত হন নজরুল ইসলাম। এরপর থেকে চার সন্তান নিয়ে বিপাকে পড়েছেন তার স্ত্রী। এখন তার মরদেহ ফেরত চান স্বজনরা। বুধবার (৮ অক্টোবর) নিখোঁজের প্রায় সাড়ে পাঁচ মাস পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিহতের বিষয়টি নিশ্চিত হয় নজরুল ইসলামের পরিবার। এর আগে ভালো চাকরির প্রলোভনে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি দালাল ফরিদ হোসেনের মাধ্যমে রাশিয়ায় যান সাবেক সেনাসদস্য নজরুল ইসলাম। এরপর এক মাসের মতো পরিবার ও স্বজনদের সঙ্গে যোগাযোগ থাকলেও ৩০ এপ্রিলের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চার কন্যা সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নিহতের স্ত্রী আইরিন আক্তার। তাদের...