বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ-১ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক ও তাঁর ভাই আব্দুর রফিকের বিরুদ্ধে বিএনপি নেতা কর্তৃক সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য পরিবেশনসহ মানহানিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শিবালয় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ আবু বক্কর সিদ্দিক লিখত বক্তব্যে বলেন, শিবালয় উপজেলার বরঙ্গাইলে আমার পৈত্রিক সম্পত্তিতে জাতীয় নির্বাচনী প্রচারণা অফিস নির্মাণ কাজ চলছিল। পূর্ব বিরোধের জেরে স্থানীয় বিএনপি নেতা আলীমসহ তার সাঙ্গোপাঙ্গ প্রচারণা অফিসটি ভাঙচুর করে। এ ঘটনায় শিবালয় থানায় অভিযোগ করলে থানা পুলিশ আলীমকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে। পরবর্তী আলিম জামিনে এসে আমার বিরুদ্ধে এলাকায় নানা কুৎসা রটনাসহ সাঙ্গপাঙ্গ নিয়ে মহড়া চালাচ্ছে। এবং কি সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশনসহ মানহানিকর বক্তব্য প্রদান...