ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বেশিরভাগ পেশা দখল করে নেবে বলে মনে করেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তবে তিনি বিশ্বাস করেন, কিছু পেশায় মানুষের ভূমিকা সবসময়ই অপরিবর্তনীয় থাকবে। ২০২২ সালে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি চালুর পর থেকে এআই প্রযুক্তিতে বিপ্লব ঘটেছে। বর্তমানে গুগলের জেমিনি, মাইক্রোসফটের কোপাইলট ও ডিপমাইন্ডের ডিপসিকসহ নানা এআই চ্যাটবট নানা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআই যত উন্নত হচ্ছে, ততই কোডিং, কনটেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইনসহ সৃজনশীল পেশাগুলোতে মানুষের চাহিদা কমে যাচ্ছে। তবে বিল গেটসের মতে, জীববিজ্ঞানী, চিকিৎসা গবেষক ও জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতো কিছু পেশা পুরোপুরি স্বয়ংক্রিয় করা সম্ভব নয়। তিনি বলেন, “রোগনির্ণয়, জিনোম বিশ্লেষণ বা নতুন ওষুধ আবিষ্কারে এআই সাহায্য করতে পারে, কিন্তু সৃজনশীল সিদ্ধান্ত গ্রহণে মানুষের বিকল্প নেই।” তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি ও শক্তি খাত সম্পূর্ণভাবে...