বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক পরামর্শ সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন। ৬ থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত এ সভার আয়োজন করে কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সেমকা), কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) এবং ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), চেন্নাই। সভায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণে (টিভিইটি) সমন্বিত বা ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির বাস্তবায়ন, শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়ন এবং জাতীয় টেকনিক্যাল ও ভোকেশনাল যোগ্যতা কাঠামো (এনটিভিকিউএফ/বিএনকিউএফ) শক্তিশালীকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত...