হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তার ৩ সন্তানদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ মোছাঃ রোকসানা আক্তার (৪৫) চুনারুঘাট থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর অভিযুক্ত ভাসুর মোঃ রহিছ খান (৪৫) ও তার ছেলে মোঃ এনাম খান (১৯) নামে দুই দাঙ্গাবাজকে গ্রেপ্তার করেন । গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক রিপিট পুরকায়স্থের নেতৃত্বে একদল পুলিশ কেউন্দা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এজাহারে রোকসানা আক্তার উল্লেখ করেন, তার স্বামী মালদ্বীপ প্রবাসী মোঃ ওয়াহিদ খান। ভাসুর রহিছ খানের সহায়তায় স্বামীর দ্বিতীয় বিবাহের প্রস্তুতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া...