খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিরাপত্তা কর্মী আব্দুর সাত্তার (৬৫) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। দীর্ঘদিনের এই নিষ্ঠাবান কর্মীর পরিবার এখন চরম অর্থনৈতিক দুরবস্থার সম্মুখীন। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করতে না পেরে বিশ্ববিদ্যালয় পরিবারের নিকট আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন জানিয়েছেন তাঁর পরিবার। আব্দুর সাত্তার খুবির একজন মাস্টাররোল নিরাপত্তা কর্মী। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করে এলেও তাঁর চাকরি এখনও স্থায়ী হয়নি। পাঁচ সদস্যের (দুই ছেলে ও তিন মেয়ে) পরিবার নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া এই কর্মীর শরীরে নানা ধরনের রোগ আগে থেকেই বাসা বেঁধেছিল। সর্বশেষ, ব্রেইন স্ট্রোকের কারণে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং উন্নত চিকিৎসা প্রয়োজন। এই কঠিন সময়ে তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়...