বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন কর্তৃপক্ষের (বেপজা) সাবেক সদস্য (অর্থ) ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক কর্মকর্তা এজেডএম আজিজুর রহমান বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বিসিসিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. সাইদ আলী ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জামিলুর রহমান। দ্বি-বার্ষিক এই নির্বাচন পরিচালনা করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি এজেডএম আজিজুর রহমান ছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন — চায়না গোল্ডভিউ রিসোর্স কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হান চিংচাও, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি. এম. কামরুল ইসলাম, এবং হুইসিদা ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চাও চংচং। পরদিন (৯ অক্টোবর) রাজধানীর বিসিসিসিআই...