ব্যাট হাতে যখন যশস্বী জয়সওয়াল মাঠে নামেন, তখনই যেন বাতাসে ভেসে বেড়ায় কিছু বিশেষ ঘটনার আভাস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তার ব্যাটে সেই আভাসই রূপ নেয় বাস্তবে।তরুণ এই ওপেনার তুলে নেন দৃষ্টিনন্দন শতক, যা ছিল তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। দিনের শুরুটা করেছিলেন ধীর গতিতে, প্রায় পুরনো ধাঁচে। কিন্তু সেট হয়ে যাওয়ার পর তুললেন ঝড়। শতক স্পর্শ করার পর তার ব্যাটে দেখা গেল আগ্রাসী এক রূপ। প্রথম টেস্টে অবশ্য নীরব থাকেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে চিনিয়েছেন নিজের জাত। প্রথম ৮২ বল খেলে তুলে নেন অর্ধশতক, এরপর আরও ৬৩ বলে শতকে পৌঁছান। ১৪৫ বলের ইনিংসে তিনি পৌঁছে যান তিন অঙ্কে, আর সেই সঙ্গে জায়গা করে নেন এক বিরল কাতারে। ২৪ বছর পূর্ণ হওয়ার...