শুক্রবার (১০ অক্টোবর) বিকালে রংপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে রংপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, পিআর নয় দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি। একইসাথে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বিএনপির পক্ষ থেকে কমিশনকে সার্বিক সহযোগিতা করার কথাও জানান বিএনপির এই নেতা। এদিকে, দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল জানান, বিএনপির প্রতীক নিয়ে এক শ্রেণীর লোক প্রশ্ন তুলেছে, যা অযৌক্তিক। এসময় আগামী নির্বাচনের...