টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ওয়ানডে ঘিরেও ছিল প্রত্যাশা। বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাট বলে কথা। অথচ, তাতে হোঁচট খেয়েছেন মিরাজ-সাইফরা। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজে ফেরার লক্ষ্যে আগামীকাল শনিবার (১১ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। আফগানদের লক্ষ্য এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে, এখনও সুযোগ আছে উন্নতি করার। মিরাজ বলেন, ‘আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’ ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় প্রথম...