নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদীতে ইলিশ শিকার করছেন জেলেরা। শরীয়তপুর গোসাইরহাট উপজেলার কুচাপট্রি, কোদালপুর ও আলাওলপুর ইউনিয়নের মেঘনা শাখা নদীতে চলছে মাছ ধরার এ মহোৎসব। বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা বাজে। অন্ধকার তখনো কাটেনি। গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মেঘনা শাখা নদীর পাড়ে ছৈয়ালকান্দির বাইদ্যাপাড়ায় ও কুচাইপট্রি আশ্রয়ণ কেন্দ্রের পাশের খালে দেখা গেল একের পর এক ট্রলার আসছে। ট্রলারের মাঝিমাল্লা সারারাত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশা ও মেঘনা নদীতে মাছ শিকার করেছেন। সেই মাছ এখানে বিক্রি করতে এনেছেন। খালের মধ্যেই নৌকার উপর কেনাবেচা হচ্ছে মাছ। দূরদূরান্ত থেকে পাইকার এসেছেন এসব ইলিশ কেনার জন্য। শুধু পাইকার এসেছেন এমন নয়; এসেছেন গ্রামবাসী ও আড়তদাররাও। গ্রামবাসী এক হালি, দুই হালি ইলিশ নিয়ে বাড়ি ফিরছেন। পাইকারেরা কিনছেন ঝুড়ি ভরে। তারা মাছ নেওয়ার জন্য অটোরিকশা নিয়ে...