বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হলে তা প্রতিহত করা হবে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘জুলাই সনদ’ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এখন সেই অভ্যুত্থানের মূল চেতনা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে কোনো নির্বাচন...