নোবেল শান্তি পুরস্কার নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার শান্তি পুরস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিনি কিছুই করেননি, অথচ পুরস্কার পেয়ে গেলেন।” শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রেসিডেন্ট হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নোবেল পেয়েছিলেন। তখন তাঁর কার্যকর কোনো উদ্যোগ বা অর্জন ছিল না। ট্রাম্প বলেন, “আমি গাজায় শান্তি আনার চেষ্টা করেছি, আটটি যুদ্ধ বন্ধ করেছি। কিন্তু আমি এসব করেছি দেশের জন্য, পুরস্কারের জন্য নয়।” নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে মার্কিন রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ট্রাম্প আরও বলেন, “আমি শান্তি এনেছি, কিন্তু পুরস্কার পেলেন তিনি যিনি আমাদের দেশকে ধ্বংস...