বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য একাডেমিশিয়ান, লেখক ও প্রবাসী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করে চমক দেখালো জামায়াত। বাংলাদেশ জামায়াতে ইসলামি গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে আন্তর্জাতিকভাবে স্বনামধন্য একাডেমিশিয়ান, লেখক ও প্রবাসী অধ্যাপক ড. হাফিজুর রহমানকে প্রার্থী ঘোষণা করে চমক দেখালো জামায়াত। শুক্রবার সকালে টঙ্গীতে অনুষ্ঠিত মহানগর জামায়াতের রুকন সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। সম্মেলনের পরপরই গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে এক বিশাল গণমিছিল বের করা হয়, যাতে হাজারো নেতাকর্মীর উপস্থিতি শহরজুড়ে আলোড়ন সৃষ্টি করে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা একে “গাজীপুরে জামায়াতের নতুন চমক হিসেবে অভিহিত করছেন। ঘোষণার পর বক্তব্যে ড. হাফিজুর রহমান বলেন,“বিশ্বের অন্যতম সুন্দর স্থানে বসবাস করতাম। বাড়ির সামনে বিশাল সাগর, অপরূপ দৃশ্য। তুরস্কে একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে...