আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে ভারত। ২০২১ সাল থেকে কাবুলে বন্ধ থাকা দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের নিষেধাজ্ঞায় থাকা মুত্তাকিকে সাময়িক ছাড় দেওয়ার পর বৃহস্পতিবার (৯ অক্টোবর) ছয় দিনের সফরে ভারতে এসেছেন তিনি। তালেবান প্রশাসনের সঙ্গে দিল্লির সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে প্রতিনিধিদলসহ ভারত সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার ভারত-যুক্তরাজ্যের মধ্যে প্রায় ৪৬ দশমিক ৮ কোটি মার্কিন ডলারের ক্ষেপাণাস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকলে দিল্লি সফরে এসেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তার দূতাবাস বন্ধ করে দেয়। পরবর্তীতে ২০২২...