অক্টোবর মাস, ক্যালেন্ডার বলছে শরতের শেষভাগ। শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। অথচ প্রকৃতি যেন নিজের তালগোল পাকিয়ে ফেলেছে। ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, একটানা বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। সকাল-বিকেল-রাত—যখনই বাইরে বের হওয়া হোক, সঙ্গী হচ্ছে ছাতা, কাদামাটি, জলজট আর যানজট। এই অস্বাভাবিক বৃষ্টিতে দেশের নগরজীবন থেকে শুরু করে গ্রামীণ জনজীবন পর্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এক ঘণ্টার বৃষ্টিতেই পানি জমার আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে গুলশান, মালিবাগ, মিরপুর, মোহাম্মদপুর, আজিমপুর ও পুরান ঢাকাসহ সব এলাকায় রাস্তায় হাঁটুসমান পানি জমে নগরবাসীর ভোগান্তি তৈরি হয়েছে। রাজধানীর বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘সকালে বাজারে বের হয়েছি, বৃষ্টি পড়ছিল টিপটিপ করে। আধা ঘণ্টার মধ্যে রাস্তাটা নদীতে পরিণত হলো। রিকশাও চলে না, পায়ে হেঁটে যাওয়াই একমাত্র উপায়। শীত...