গাজা উপত্যকায় দীর্ঘ দুই বছরের সংঘাতের অবসান ঘটিয়ে যুদ্ধযুবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরপরই আনন্দের ঢেউ আছড়ে পড়েছে ফিলিস্তিনিদের মধ্যে। এর একটি বিশেষ দৃশ্য দেখা গেছে জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রাঙ্গণে।রয়া নিউজের সংবাদসূত্রে জানা যায়, যুদ্ধ বন্ধের খবর নিশ্চিত হওয়ার পর বহু ফিলিস্তিনি মুসলিম আল-আকসা মসজিদের আঙিনায় সমবেত হন এবং একে অপরের মধ্যে মিষ্টি বিতরণ করে এই স্বস্তির মুহূর্তটি উদযাপন করেন। তাদের চোখে-মুখে ছিল উচ্ছ্বাস, স্বস্তি এবং যুদ্ধ শেষ হওয়ার আনন্দ।দীর্ঘদিন ধরে চলা এই ভয়াবহ যুদ্ধে গাজার লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যুদ্ধবিরতি চুক্তিতে জিম্মি মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খোলার কথা রয়েছে। যুদ্ধ বন্ধের এই খবরটি ফিলিস্তিনিদের জন্য এক বড় বিজয় এবং সম্মিলিত ঐক্যের প্রতীক হিসেবে এসেছে।যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণার পরই তারা পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মিষ্টি ও ঐতিহ্যবাহী...