দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট বিগ ব্যাশে খেলবেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের ১৫তম আসরে সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামবেন স্টার্ক। ২০১১-১২ মৌসুমে বিগ ব্যাশের প্রথম মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচ খেলেন স্টার্ক। ঐ আসরের ফাইানালে সিডনির শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। ফাইনালে ২ উইকেটসহ টুর্নামেন্টে মোট ১৩ উইকেট শিকার করেন স্টার্ক। একই বছরই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় তার। জাতীয় দলে খেলা প্রাধান্য দিতে গিয়ে বিশ ব্যাশে অনিয়মিত হয়ে পড়েন স্টার্ক। বিগ ব্যাশের পরের তিন আসরে মাত্র ৪টি ম্যাচ খেলেন তিনি। বিগ ব্যাশের ১৫তম আসর দিয়ে মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন স্টার্ক। তবে সবকিছুই অ্যাশেজ সিরিজের উপর নির্ভর করছে। আরও পড়ুনআরও পড়ুনওয়ানডের নেতৃত্ব হারানো রোহিতকে কী বলে সান্ত্বনা...