ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে গবেষণা ও নীতিনির্ধারণভিত্তিক প্রতিষ্ঠান পলিসি স্টাডিজ বাংলাদেশ (পিএসবি)। ৪০ বছরের কম বয়সী সকল বাংলাদেশি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ২২ অক্টোবর। দেশের যে কোনও প্রান্ত থেকে ইমেইলের মাধ্যমে লেখা পাঠানো যাবে। যুব সমাজকে ইতিহাস সচেতন ও গবেষণাভিত্তিক লেখালেখিতে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংগঠন সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে সর্বমোট এক লক্ষ টাকার পুরস্কার। প্রথম স্থান অর্জনকারী পাবেন ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান ১৫ হাজার এবং তৃতীয় স্থান ১০ হাজার টাকা। এ ছাড়া চতুর্থ থেকে চৌদ্দতম স্থান পর্যন্ত প্রতিযোগীরা পাবেন ৫ হাজার টাকা করে। রচনায় ইতিহাসের যথাযথ তথ্য, বিশ্লেষণ, এবং লেখার মানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।...