আমরা প্রায়ই শুনি, কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। কিন্তু অনেকেই জানি না, ঠিক কত বছর বয়স থেকে নিয়মিত কোলেস্টেরল টেস্ট করানো দরকার। চলুন আজ সহজভাবে জানবো— কার কখন কোলেস্টেরল পরীক্ষা করা উচিত, কেন তা দরকার এবং কী কী লক্ষণে সতর্ক হবেন।প্রথমেই জেনে নেওয়া দরকার কোলেস্টেরল কী? কেন গুরুত্ব দিয়ে এটি দেখা জরুরি? কোলেস্টেরল একধরনের ফ্যাট, যা আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটা রক্তে প্রোটিনের সঙ্গে মিশে লিপোপ্রোটিন তৈরি করে এবং শরীরে ঘোরাফেরা করে।আরও পড়ুন :রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেতআরও পড়ুন :তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাসটি ব্যাগ দিয়ে তৈরি চা কি শরীরের জন্য নিরাপদ? কি বলছেন পুষ্টিবিদতবে সমস্যা হয় তখনই, যখন কোলেস্টেরলের পরিমাণ বেশি হয়ে যায়। তখন হার্টের রোগসহ...