আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নত করার ঘোষণা দিয়েছে ভারত। আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্ধ থাকা দূতাবাস পুনরায় খোলার ঘোষণা দিয়েছে তারা। শুক্রবার আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকের পরে এ ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর ভারত সেখানে দূতাবাস বন্ধ করেছিল। তালেবান সরকারকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। তবে গত কয়েক মাসে সম্পর্কে ঘনিষ্ঠতা বেড়েছে। এর মধ্যেই রাজধানী কাবুলে আবার পুরোদমে দূতাবাস চালুর ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের পর গত ৪ বছর ধরে কাবুলে দূতাবাসের বদলে ‘টেকনিক্য়াল মিশন’ চালাচ্ছিল ভারত। ছোট শহরগুলোতে কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, সেই টেকনিক্যাল মিশনকেই পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় দূতাবাসে উন্নীত করা হবে। তিনি বলেন, “অত্যন্ত...