রাজধানীর শাহবাগে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ‘চকবাজার স্টাফ সমিতি সংগঠন’-এর ব্যানারে শ’খানেক যুবক এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা ‘দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই’ এই স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে সমবেত হন। তাদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং আশপাশের জেলা নিয়ে গঠন করতে হবে নতুন ‘নোয়াখালী বিভাগ’। বিক্ষোভকারীদের নেতারা বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলের মানুষ প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত। স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ গঠন সময়ের দাবি। অন্যদিকে, নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে প্রবাসীরাও সোচ্চার হয়েছেন। সম্প্রতি ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি ইতালি শাখা’। সংগঠনের আহ্বায়ক আব্দুল মান্নান হীরা ও সদস্যসচিব সাংবাদিক জায়দুল হক সোহেলের নেতৃত্বে স্মারকলিপিটি প্রদান করা...