বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পৌতা গ্রামের পা হারানো রফিকুল ইসলাম এবং ক্যান্সারে আক্রান্ত রোকসানা আখতার ও শান্তনা বেগমের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। রফিকুল ইসলাম (৫০) একসময় ভ্যানে ঘুরে আইসক্রিম ও ভাঙারি বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু তিন বছর আগে হঠাৎ পায়ের রগে রক্ত জমাট বাঁধায় দীর্ঘ চিকিৎসার পর দেড় বছর আগে পা কেটে ফেলতে হয়। এরপর থেকে জরাজীর্ণ কুটিরে স্ত্রী শাহনাজ বেগমকে নিয়ে দিন কাটাচ্ছেন তিনি। অসহায় রফিকুলের এমন মানবিক পরিস্থিতির খবর পেয়ে মোশারফ হোসেন শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে পৌতা গ্রামে গিয়ে রফিকুলের হাতে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং আর্থিক সহায়তা তুলে দেন। তিনি রফিকুলের জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড প্রাপ্তিতে সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি...