এশিয়া কাপ শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। ভারত শিরোপা জিতেছে, পাকিস্তান হেরেছে—সবই ইতিহাস হওয়ার কথা ছিল। কিন্তু ট্রফিটিই এখনও হাতে ওঠেনি বিজয়ীদের! এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসসি) দুবাই অফিসে তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে এশিয়া কাপ ট্রফি। আর সেটি নাকি নিজ হাতে তালা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।পিটিআই সূত্রে জানা গেছে, নকভি অফিসে স্পষ্ট নির্দেশ দিয়েছেন—তিনি নিজে উপস্থিত না থাকা পর্যন্ত কেউ যেন ট্রফিটি না সরায় বা ভারতের হাতে না দেয়। এক ঘনিষ্ঠ সূত্রের ভাষায়, ‘নকভি নির্দেশ দিয়েছেন, কেবল তিনিই নিজ হাতে ভারতীয় দল বা বিসিসিআই-এর কাছে ট্রফি হস্তান্তর করবেন—যখনই তা সম্ভব হয়।’ঘটনার সূত্রপাত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে ভারত যখন শিরোপা জেতে, তখন পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন নকভি। কিন্তু ভারতীয় দলের পক্ষ...