ঢাকার নবাবগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মহাকবি কায়কোবাদ মুক্ত স্কাউট গ্রুপের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নবাবগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। মহাকবি মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. রাজু ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর ঢাকা অঞ্চলের এ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার ও এম মুহীয়্যূদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রণজিৎ কুমার রায়। প্রধান অতিথি বলেন, সামাজিক ও মানবিক সেবায় স্কাউট সদস্যরা সব সময় আত্মনিয়োগ করে আসছে। বন্যা, খরা সহ প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তার পাশাপাশি সেবামূলক কাজে স্কাউট সদস্যদের কর্মকাণ্ডে নিয়োজিত হয়ে আসছে বহুকাল আগে থেকে। স্কাউট সদস্য মানবিক মানুষ হিসেবে প্রতিটি স্থানে আত্মনিয়োগের মাধ্যমে সমাজে উদারতার দৃষ্টান্ত স্থাপন করবে। অনুষ্ঠানে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে উদযাপন...