মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ের পদ্মা-যমুনায় মাছ শিকারের অপরাধে তিন জেলেকে আটক, ২১ কেজি ইলিশ ও এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার সকালে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনে পদ্মা-যমুনায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শিবালয়ের তেওতা গ্রামের জেলে মিলন, লালন ও মুজিবরকে আটক করা হয়।এদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। উদ্ধারকৃত ইলিশ গুলো স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। এছাড়াও জব্দকৃত...