‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ সিরিজ দিয়ে প্রশংসিত নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম এবার সিনেমা বানাচ্ছেন। খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতা থেকে অনুপ্রাণিত হয়ে বানিয়েছেন ‘দেলুপি’ নামের সিনেমা। প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন থেকে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ‘দেলুপি’ নিয়ে নির্মাতা তাওকীর ইসলাম জানিয়েছেন, নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে দেলুপির গল্প। যা শুধু এই অঞ্চলের নয়, বরং একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের গল্প। তাওকীর বলেন, "আমি সব সময়ই মানুষের বাস্তব গল্পগুলো বলতে চেয়েছি। দেলুপি মূলত সেই...