যেন সময়কে হার মানিয়েছেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। শুক্রবার (১০ অক্টোবর) সকালে প্রকাশিত ‘সোলজার’ সিনেমার নতুন লুক দেখে দর্শক-ভক্তরা চমকে গেছেন— কারণ এই গোঁফওয়ালা শাকিবকে দেখে অনেকেই ফিরে গেছেন ২২ বছর পেছনে! ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ ছবিতে শাকিবের ছিল এরকম স্বতঃস্ফূর্ত, ন্যাচারাল লুক- চোখে আত্মবিশ্বাস, মুখে গোঁফ, আর একধরনের দৃঢ় চেহারা। সেই লুকটাই যেন হুবহু ফিরে এসেছে ‘সোলজার’-এ! অন্তত এই তারকার ভক্ত অনুরাগীরা সেই মিলটুকু খুঁজে ফিরছেন নতুন এই ছবির লুকে! নতুন লুকে ঠোঁটের ওপরে মোটা গোঁফ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে এক রহস্যময় হাসি— সব মিলিয়ে শাকিবের এই রূপ দেখে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে নস্টালজিক হয়ে উঠেছেন। ‘সোলজার’-এর পোস্টার প্রকাশের পর থেকেই অন্তর্জাল জুড়ে শুরু হয়েছে “আগে ও পরে” ছবির তুলনা। ভক্তরা পাশাপাশি রেখে শেয়ার...