১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম তুরস্ক গাজায় যুদ্ধবিরতি এবং এর ধারা বাস্তবায়ন তত্ত্বাবধানকারী একটি ‘টাস্ক ফোর্সে’ অংশ নেওয়ার লক্ষ্যে কাজ করছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঙ্কারা আলোচনা এবং চুক্তি বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে। একজন ঊর্ধ্বতন তুর্কি কর্মকর্তা পৃথকভাবে রয়টার্সকে বলেছেন যে, তুরস্ক ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের সাথে একটি যৌথ টাস্ক ফোর্সে অংশ নেবে - যা গাজায় মৃত জিম্মিদের মৃতদেহ সনাক্ত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে যাদের অবস্থান অজানা। মিশরে যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণকারী তুরস্ক, গাজায় ইসরাইলের আক্রমণের অন্যতম কঠোর সমালোচক, এটিকে গণহত্যা বলে অভিহিত করেছে। দুই বছর আগে গাজায় ইসরাইল আক্রমণ শুরু করার পর থেকে, ন্যাটো মিত্র তুরস্ক শান্তি প্রচেষ্টায় মূলত পরোক্ষভাবে জড়িত থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলিতে...