১০ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম ঝিনাইদহে নবগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়ে গেল আট কিলোমিটার দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। শুক্রবার সকালে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। ঝিনাইদহ সুইমিং ক্লাব ও অংকুর নাট্য একাডেমি এই ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজক প্রতিষ্ঠান জানায়, ঝিনাইদহের পারমথুরাপুর নতুন ব্রিজ ঘাট থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় পুরাতন ধোপাঘাটা ব্রিজ ঘাট এলঅকায়। ১৭ জন সাঁতারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ১০ জন সাঁতারু সফলভাবে শেষ প্রান্তে পৌঁছাতে সক্ষম হন। প্রতিযোগিতায় সহযোগিতা করে ফায়ার সার্ভিস টিম, রেড ক্রিসেন্ট সোসাইটি ও মেডিকেল টিমের চিকিৎসকরা। সাঁতার শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম.এ. মজিদ। ঝিনাইদহ সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা...