১০ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এবং তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান-বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডুয়েটের সভাকক্ষে অনুষ্ঠিত এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এ সময় ডুয়েটের পক্ষ থেকে এমওইউতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব এবং সেলজুক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত থেকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ইন্টারন্যাশনাল রিলেশনস কো-অর্ডিনেশনশীপ-এর কো-অর্ডিনেটর প্রফেসর ড. রেজাই কুশ। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এই সমঝোতা স্মারক উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে...