প্রেপ্তাররকৃতরা হলো- উপজেলার জামিরাকান্দা গ্রামের আমানউল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম (৪২), মকবুল হোসনের দুই ছেলে বাবুল মিয়া (২১) ও নয়ন মিয়া (১৯) এবং অপর একজন খাদিজা বেগম (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিতা বেগম পার্শ্ববর্তী উপজেলার পাঁচগাও গ্রাামের জামে মসজিদের খতিব আমানউল্লাহ মুন্সির কাছ থেকে শতকরা ১০ টাকা হারে মাসিক সুদে এক লাখ টাকা ঋণ নেন। তিনি নিয়মিতভাবে সুদের টাকা পরিশোধ করছিলেন। কিছুদিন আগে আসল টাকার ৫০ হাজার টাকাও পরিশোধ করেন। তবে ইমাম আমানউল্লাহ মাসে ১০ হাজার টাকা সুদ দাবি করে আসছিলেন। তার দাবি অনুযায়ী এখনো রিতার কাছ থেকে ৮০ হাজার টাকা পাওনা রয়েছে বলে জানান। এদিকে, রিতা বেগম সুদের টাকা জোগাড় করার জন্য স্বামী-সন্তানের কাছে ঢাকায় চলে যান। এই সুযোগ বুঝে ইমাম আমানউল্লাহ মুন্সি ও তার সহযোগীরা...